Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সড়কে বালু-পাথর রেখে জনদুর্ভোগ সৃস্টি, ভ্রাম্যমান আদালতের জরিমানা

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়কে বালু-পাথর রেখে জনদুর্ভোগ সৃষ্টির করায় দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন অপরাধে ৫ দোকানিকে জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ৬ মার্চ) দুপুরে জগন্নাথপুর হাসপাতাল পয়েন্টে ও রসুলগঞ্জ বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা করে এসব জরিমানা করা হয়।
অভিযানকালে জগন্নাথপুর-রসুলগঞ্জ সড়কের হাসপাতাল পয়েন্ট এলাকায় সড়কে বালু-পাথর রাখায় দুই ব্যক্তিকে ৪ হাজার টাকা এবং রসুলগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন অপরাধে ৫ দোকানিকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া বলেন, বাজার নিয়ন্ত্রণে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Exit mobile version