Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সংর্ঘষে বৃদ্ধ নিহত/ অজ্ঞাতসহ ৮২ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদ নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ঘষে নিহতের ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। গতকাল শনিবার নিহত সুজাত মিয়ার ছেলে সেকুল মিয়া বাদী হয়ে ৫৭ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা করেন। ওই মামলা আরও ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
 এদিকে, আজ রোববার ওই মামলার এজাহার নামীয় আসামি রাজিব মিয়া (২৩) গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রাজিব মিয়া বাগময়না তাজপুর গ্রামের আব্দুল লতিবের ছেলে।
 বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর থেকে জড়িতরা পলাতক রয়েছে। তবে আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
 প্রসঙ্গত, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামের মসজিদের দ্বিতীয় তলা নির্মাণ নিয়ে ওই গ্রামের সুজাত মিয়া ও আব্দুল কাছের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে গত মঙ্গলবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপি সংর্ঘষ চলাকালে ঘটনাস্থলে সুজাত মিয়া (৭০) নিহত হন। এতে আহত হন উভয় পক্ষের ৪০ জন। এ ঘটনার ৫ দিন পর গত শনিবার হত্যা মামলা করেছেন নিহতের ছেলে। ছবি: রাজিব মিয়া।
Exit mobile version