স্টাফ রির্পোটার ::
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ৫ জন আহত হয়েছেন। গুরুত্বর আহত দুই জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের আব্দুর রাজ্জাক ও একই গ্রামের গেদন মিয়ার পক্ষের লোকজনের মধ্যে জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধ চলছিল। যার জের ধরে ঘটনার দিন দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুত্বর আহত আব্দুর রাজ্জাক (৩০) ও ঝুনু মিয়া )১৭) কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহত হাফিজুর রহমান (১২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপরাপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
Leave a Reply