স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও (নোওয়াগাঁও) গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ সেলিম আহমদ (৩০)কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত সেলিম সাংবাদিক আনোয়ারুল পারভেজের ভাই। উল্লেখ্য নোওয়াগাঁও গ্রামের আলকাব মিয়ার ভাতিজা জিলু মিয়ার সাথে একই গ্রামের মনু মিয়ার ছেলে আবির মিয়ার তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনায়্ উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। আহতদের কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তন্মেধ্যে গুরুতর আহত সেলিম মিয়াকে সিলেট ওসমানী হাসপাতাল থেকে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। জগন্নাথপুর থানার ওসি মুরছালিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, এঘটনায় মামলা এখনো হয়নি।
Leave a Reply