স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারাকান্দি ইউনিয়নে কাকবলী গ্রামে স্বামী-স্ত্রী,সন্তানসহ একই পরিবারের ৫জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
আজ শনিবার(৩ জুলাই) সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর আক্রান্ত ওই ব্যক্তিদের করোনা রিপোর্ট পজেটিভ আসে।
আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সূদন ধর বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, একই পরিবারের ৫জনসহ গত ২৪ ঘন্টায় জগন্নাথপুরে ১৩ জন সংক্রমিত হয়েছেন। আমরা তাদেরকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করছি।
জগন্নাথপুরে সংক্রমিত একই পরিবারের ৫জন হোম আইসোলেশনে
