স্টাফ রির্পোটার :; জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের শ্যামহ্রাট আশ্রমে এক সভা মঙ্গলবার দুপুরে আশ্রম পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রানা কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীশ্রী প্রভূপাদ কৃষ্ণচরণ গোস্বামীর বংশধর শ্রী শ্রী প্রভূপাদ বিশ্বরূপ গোস্বামী। সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,শিক্ষক কৃপেন্দ্র রঞ্জন দে, রূপক কান্তি দেব, অমিত দেব, সুবোধ পাল, কানাই রায়, রিংকু আদিত্য প্রমুখ। সভায় শ্রীশ্রী প্রভূপাদ বিশ্বরূপ গোস্বামী শ্যামহাট্র আশ্রমের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন খুব শ্রীঘ্রই সভা করে নতুন আশ্রম পরিচালনা কমিটি গঠন সহ মন্দিরের বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে।
Leave a Reply