স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৩ আসনের সদস্য সদস্য সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, শংকর রায় ছিলেন সাংবাদিকতায় সত্যাশ্রয়ী এবং বস্তুনিষ্ঠতায় অনন্য প্রতীক। মৃত্যু তাঁকে বিচ্ছিন্ন করতে পারবেনা, তিনি তাঁর কর্মের মধ্যে বেঁচে থাকবেন। শংকর রায় সাংবাদিকতার নীতি আর্দশ মেনে কাজ করছেন। তিনি তাঁর আর্দশের মধ্যে বেঁচে থাকবেন। তাঁর কর্মময় জীবনে অনুসরন করে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে। তিনি
বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের আয়োজনে জগন্নাথপুর প্রেসক্লাবের আমৃত্যু সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক প্রয়াত শংকর রায়ের মৃত্যুতে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জগন্নাথপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আহমদের সভাপতিত্বে ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেবের পরিচালনায় জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার শুভাশীষ ধর , প্রয়াত শংকর রায়ের বড় ছেলে শাওন রায়,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহীম ভূঞা, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন আনা, উপজেলা কৃষি কর্মকর্তা কাউসার আহমদ, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের আরএমও ডা. শাহীনুল ইসলাম। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ, জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, ছিক্কা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা কমিটির শিক্ষক প্রতিনিধি রুপক কান্তি দেব,
জগন্নাথপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক আব্দুল হাই, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা স্কাউট সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিপন, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ পীর, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত প্রমুখ
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল রাতে প্রবীন সাংবাদিক দৈনিক মানব জমিন এর জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি শংকর রায় হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। তিনি দীর্ঘ ৪২ বছর যাবত সাংবাদিকতায় সক্রিয়ভাবে কাজ করেছেন। ছাত্রজীবনে তিনি ছাত্র ইউনিয়ন এর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গেও তাঁর বিচরণ ছিল। তিনি আশি দশকের। একজন জনপ্রিয় কণ্ঠ শিল্পী হিসেবে সুখ্যাতি অর্জন করেছিলেন।