1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে শেষ সময়ে জমজমাট ঈদবাজার - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরমুক্তিযোদ্ধা আতাউর রহমান কে রাষ্ট্রীয় মর্যাদা শেষে নিজ বাড়িতে দাফন  গাজার পাশে বাংলাদেশ/ জনতার মহাসমুদ্র জগন্নাথপুরে টমটম চালকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন নলুয়া হাওরে ফসলরক্ষা বাঁধে মাটির বস্তা-বাঁশের আড়ের পরিবর্তে জিওব্যাগ, শঙ্কিত কৃষকরা জগন্নাথপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত সংরক্ষণের ল্যাবরেটরি ফ্রিজের জন্য লিখিত আবেদন জগন্নাথপুরের বীরমুক্তিযোদ্ধা আতাউর রহমান আর নেই বাদএশা জানাযা কাবাঘর ভাঙতে এসে যেভাবে ধ্বংস হয়েছিল দুর্ধর্ষ হস্তী বাহিনী জগন্নাথপুরে ভয়াবহ আগুনে ৬টি দোকান পুড়ে ছাই, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ‘মঙ্গল’ নয়, এবার নববর্ষে হবে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা রানীগঞ্জ উন্নয়ন সংস্থা ও Spreeha Jeco Foundation এর উদ্যাগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত 

জগন্নাথপুরে শেষ সময়ে জমজমাট ঈদবাজার

  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে শেষ সময়ে জমজমাট হয়ে উঠেছে ঈদবাজার। সকাল থেকে ভোররাত পর্যন্ত চলছে কেনাকাটা। প্রবাসিদের পাঠানো রেমিটেন্সে ধনী-গরীবের ঘরে ঈদের মার্কেটিংয়ের উৎসব ছড়াচ্ছে।
জগন্নাথপুরের বিভিন্ন হাটবাজারের সুরম্য মার্কেট থেকে শুরু করে ফুটপাতেও সমানতালে ক্রেতাদের উপচেপড়া ভিড়। তবে পুরুষ ক্রেতাদের তুলনায় নারীদের ঢল বেশি। ঈদের কেনাচেনায় মুখরিত হয়ে উঠেছে ঈদ বাজার। অন্যবছরের তুলনায় এবার ঈদের মৌসুমে বিদ্যুতের ভেলকিবাজি নেই। এতে খুশি ব্যবসায়ীরা। তবে কাপড়-চোপড়ের দাম এবার বেশি বলে অভিযোগ করছেন অনেকে।

শনিবার উপজেলার পৌরশহরের জগন্নাথপুর বাজার ঘুরে দেখা যায় রোজার ঈদকে সামনে রেখে বিভিন্ন বিপনী বিতানগুলো বর্নিল সাজে সাজানো হয়েছে। আলোকসজ্জা করা হয়েছে বিভিন্ন মার্কেট ও দোকান। প্রতিটি গার্মেন্টসের দোকানে প্রচণ্ড ভির দেখা গেছে। গার্মেন্টসের দোকানের পাশাপাশি জুতার দোকান ও বিভিন্ন প্রসাদনি দোকানেও সমাগম দেখা যাচ্ছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রবাসি অধ্যুষিত এলাকা হিসেবে খ্যাত এ উপজেলায় এবার অন্যসব বছরের তুলনায় একটু আগে থেকে বেচাকেনা শুরু হয়েছে। ক্রেতাদের চাপ বেশি। লোডশেডিং মুক্ত এবারের ঈদে ভালই ব্যবসা চলছে।

জগন্নাথপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে ঈদ বাজারে আসা নাজমা বেগম বলেন,ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর ঈদে নতুন ঈদ জামা-কাপড় বাড়তি আনন্দ দেয় আমাদের। এজন্য পরিবারের লোকজনের জন্য মাকেটিং করতে বাজারে এসেছি। তবে এবার কাপড়-চোপরের দাম বেশি।
আরেক ক্রেতা সাইদুর রহমান বলেন, এক মাস সিয়াম সাধনার পর মুলমানদের সবচেয়ে বড় আনন্দের ঈদ হচ্ছে রোজার ঈদ। বছরের এই ঈদের প্রতিবছরের মতো এবার ছেলে-মেয়েসহ স্বজনদের কেনাকাটা করতে এসেছি। এখনও পছন্দের হয়নি। তবে ঘুরে দেখছি।

জগন্নাথপুর বাজারের এমআরএস ফ্যাশনের মালিক কদ্দুস মিয়া বলেন, জগন্নাথপুরের সিংহভাগ মানুষ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন। প্রবাসীদের আয়ে এখানকার মানুষ চালিকাশক্তি। অন্য যেকোনো বছরের তুলনায় এবার ক্রেতার চাপ বেশি। বেচাবিক্রি ভালো। এবার আরো ভালো লাগছে বিদ্যুতের লোডশেডিং নেই। এতে ব্যবসায়ীরা খুশি।
আসল ঝলক ফ্যাশনের মালিক শ্যামল গোপ বলেন, এবছর ‘আগেইভাগে’ বেচাবিক্রি শুরু হয়েছে। শেষের
দিকে এসে আরো জমজমাট হয়ে উঠেছে। তবে পন্যের দাম বেশি ক্রেতার এমন অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবী করেছেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, ঈদকে সামনে রেখে ব্যবসায়ী ও ক্রেতারা যেন নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে সেজন্য আমরা সর্বদা তৎপর রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com