স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর পৌর নির্বাচনে নির্বাচনী প্রচারনার শেষ দিন সোমবার প্রার্থীরা বিরামহীন প্রচার প্রচারনা ও গনসংযোগ করেছেন। হাড় কাপাঁনো শীত উপেক্ষা করে প্রার্থীরা কাক ডাকা ভোর থেকেই দিনব্যাপী নির্বাচনী মাঠে প্রচারনায় ব্যস্ত সময় কাটান। আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফ তার নির্বাচনী প্রতিক নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে মাঠ জগন্নাথপুর বাজার, ভবেরবাজার হাসপাতাল পয়েন্ট,বাসষ্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে প্রচারনা করেন। এ সময় কেন্দ্রীয় আওয়ামীলীগের সহসম্পাদক আজিজুস সামাদ ডন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, সাবেক সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান হারুনুর রাশীদ, আওয়ামীলীগ নেতা সাবেক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান প্রমুখ। অপর দিকে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী রাজু আহমদ তার নির্বাচনী প্রতিক ধানের শীষ প্রতিক ভোট চেয়ে পৌরএলাকার কেশবপুর, হবিবপুর, ছিক্কায়, জগন্নাথপুর গ্রাম, ইকড়ছইসহ বিভিন্ন স্থানে গনসংযোগ করেন। গনসংযোগ কালে তার সাথে ছিলেন জেলা বিএনপি নেতা আবু হোরায়রা ছাদ মাষ্টার, উপজেলা বিএনপির প্রথম সদস্য সচিব কবির আহমদ, পৌর বিএনপির সভাপতি এম,এ মতিন, সাধারন সম্পাদক হারুনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম প্রমুখ। অপর স্বতন্ত্র প্রার্থী শাহ নুরুল করিম তার নির্বাচনী প্রতিক জগ মার্কা ভোট চেয়ে প্রচারনা করেছেন। এছাড়াও মেয়র প্রার্থীদের পাশাপাশি নির্বাচনী প্রচারনায় ব্যস্ত ছিলেন সাধারন কাউন্সিলর ও মহিলা সংরক্ষিত প্রার্থীরা।
Leave a Reply