বিশেষ প্রতিনিধি:
জগন্নাথপুরে বোরো ধানের চারা রোপণের ধুম পড়েছে। ঘন কুয়াশা ও কনকনে শীত উপেক্ষা করে ফসলের মাঠে রোপন কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।
সরেজমিনে হাওর ঘুরে দেখা যায়, জেলার অন্যতম হাওর জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়া হাওরজুড়ে বোরো আবাদে মাঠে কাজ করছেন কৃষক ও শ্রমিকরা। কেউ কেউ বীজতলা থেকে চারা উত্তোলন করে জমিতে রোপণ করছেন। আবার কেউ কেউ জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করছেন।
নলুয়া হাওরের ভুরাখালি গ্রামের কৃষক সুলতান মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, বোরো চাষাবাদের উপযুক্ত সময় এখন। ঘন কুয়াশা, প্রচণ্ড শীতের মধ্যেই ভোর থেকে বিকাল পর্যন্ত কাদা পানির মধ্যে ক্ষেতে কাজ করতে হয়। কারণ বোরো আমাদের এক ফসলি ফসল। এ ফসল থেকে সারাবছরের খাদ্য যোগান করতে হয়।
দাস নোয়াগাঁও গ্রামের আরেক কৃষক নান্টু দাস জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, পৌষ থেকে মাঘ মাস পর্যন্ত রোরো চাষাবাদে কৃষক পরিবারের সকলকেই কাজ করতে হয়। এসময় আবাদের জন্য জমির মাঠ প্রস্তুুতকরণ ছাড়াও বীজতলা থেকে চারা তুলে রোপণ করতে হয়। এবার হাওরে পানি প্রয়োজন মতো থাকায়, কৃষকদের সুবিধা হচ্ছে বলে জানান তিনি ।
খোঁজ নিয়ে জানা যায়, নলুয়া হাওরসহ উপজেলার ছোট বড় ১৫ টি হাওরে চারা রোপণ চলছে। হাওরের মাঠগুলো বর্তমানে কৃষকের পদচারণায় মুখরিত। ক্ষেতে ক্ষেতে চলছে চারা রোপণের উৎসব।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলায় এ বছর ২০ হাজার ৪২৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এবছর ৯৪৫ হেক্টর বীজতলা তৈরী করা হয়েছে। এরমধ্যে ২৩০ হেক্টর চারা উত্তোলন করা হয়েছে। প্রতিদিনেই রোপনের কাজ চলছে। হাওরে পানি সংকট নেই। তবে বৃষ্টি হলে বোরোর পাশাপাশি অন্যান্য কৃষি ফসলের জন্য ভালো হবে।