1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে শিশুর মৃত্যু:’শিশুটি যখন মৃত্যুের যন্ত্রনায় চটপট করছিল,যখন ডাক্তার-নার্স ঘুমে’ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্ধোধন জগন্নাথপুরে বসতবাড়িতে দুর্বৃত্তের আগুন: পুড়ল মোটরসাইকেল সিলেটে প্রবাসির বাড়িতে ডাকাতির পর ফাঁকা গুলি ছুঁড়ে পালাল ডাকাতদল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি ঘোষণা ২০২৪ সালে সড়কে ঝড়েছে ৮৫৪৩ জনের প্রাণ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়েছিলেন টিউলিপ আল্লাহ মানুষের যেসব গুণ পছন্দ করেন জগন্নাথপুরে প্রশাসনের আয়োজনে “জুলাই স্মৃতি ফুটবল” টুর্নামেন্টের উদ্বোধন জগন্নাথপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর সন্মেলন ও কমিটি গঠন দুই মোটরসাইকেলের সংঘর্ষে জগন্নাথপুরের স্কুল শিক্ষার্থী নিহত

জগন্নাথপুরে শিশুর মৃত্যু:’শিশুটি যখন মৃত্যুের যন্ত্রনায় চটপট করছিল,যখন ডাক্তার-নার্স ঘুমে’

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০
  • ৪০১ Time View

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বর চিকিৎসক ওসনার্সদের অবহেলায় তিন মাসের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া
গেছে।
আজ  বৃহস্পতিবার এবিষয়ে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এছাড়াও অভিযোগ রয়েছে, ভর্তিকৃত শিশুর গ্রামের বাড়িও ভুল ঠিকানায় স্বাস্থ্য কমপ্লেক্সের
ডায়েরীতে লেখা হয়েছে।

অবহেলায় মৃতে্যুর শিকার শিশুর স্বজন ও অভিযোগ পত্র থেকে জানা যায়, গত ১৩ জানুয়ারী জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না গ্রামের জিয়াউর রহমান তাঁর সাড়ে তিন মাসের শিশু আমান রহমান হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়ে
পড়লে পরিবারের লোকজন তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বহি: বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা: নাজমুল সাহাদাত বলেন, চিন্তার কারণ
নেই সামান্য সাশ্বকস্ট হয়েছে গ্যাস দেয়ার পর টিক হয়ে যাবে। পরে জরুরীবিভাগে গ্যাস দেয়ার জন্য যোগাযোগ করা হলে শিশুটিকে ভর্তি করার জন্য পরামর্শ দেয়া হয়। এরপর শিশুটিকে শিশু বিভাগে ভর্তি করে বেলা একটার
দিকে শিশু বিভাগের নার্স টিংকু আচার্য্য শিশুর শরীরের বিভিন্ন অংশের মাংস স্থানে ৬টি কেলুনা ইনজেকশন পুশ করে। শরীরের রগে পুশ না করে মাংসের মধ্যে
পুশ করায় শিশুটির বাবা শিশুর প্রতিবাদ করলে নার্স তাঁর সঙ্গে অসাদাচারণ করেন। ওই দিন সন্ধ্যায় আবারও ওই শিশুকে আরো ছয়টি একইভাবে কেলুনা পুশ
করা হয়। রাত ১২টার দিকে শিশু শরীরের অবস্থার চরম অবনতি হলে শিশুর সঙ্গে থাকা তার পরিবারের লোকজন জরুরীবিভাগের চিকিৎসা ডা: নামজুল সাহাদাত ও কর্মরত ওয়ার্ডের কোন নার্সকে অনেক খোঁজাখুশি করেও পাওয়া যায়নি। এক পযার্য়ে শিশুটি মৃত্যের কুলে ঢলে পড়ে।

শিশুর বাবা জিয়াউর রহমান বলেন, ডাক্তার নার্সদের গাফিলতির কারণে আমার ছেলের মৃত্যু হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, আমার ছেলের শরীরের রগে দিয়ে
কেলুনা পুশ না করেও জোরপূর্বক তার শরীরের হাতে ও পায়ের বিভিন্ন অংশ কেলুনা পুশ করে। এতে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। আমি প্রতিবাদ করলেও নার্স
টিংকু আমাকে গালিগালাছ করে ওয়ার্ড থেকে বের করে দেন। রাত ১২টার দিকে আমার ছেলের অবস্থায় চরম অবনতি ঘটলে পাগলের মতো হাসপাতালের বিভিন্ন ডাক্তার ও নার্সকে খোঁজে পায়নি। এক পযার্রে চিকিৎসক ও নার্সদের দায়িত্্হীনতার কারণে ছেলের মৃত্যু হয়েছে। আমরা ন্যায় বিচারের জন্য লিখিতভাবে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি।

শিশুর চাচা সালেহ আহমদ বলেন, শিশুর যখন মৃতে্যু যন্ত্রনায় চটপট করছিল ডাক্তার আর নার্স তখন নিজ নিজ বাসায় ঘুমাচ্ছিলেন। চিকিৎসক আর নার্সদের যেন
কোন দায়িত্ব নেই। কসাইয়ের মতো তাঁদের আচারণ। তাদেরই অবহেলায় আমার ভাতিজার মৃত্যু হয়েছে। তিনি
বলেন, আমাদের এলাকা বাগময়না গ্রামে অথচ সৈয়দপুর এলাকা হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্সে লেখা হয়েছে।

এব্যাপারে অভিযুক্ত নার্স টিংকুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাঁর বিরুদ্ধে আণিত অভিযোগ অস্বীকার করে বলেন, ওই শিশুর চিকিৎসার সময় আমি ছিলাম না। ওই সময় কোন নার্স তাঁর সঙ্গে ছিলেন এমন প্রশ্ন তাঁকে করা হলে তিনি বলেন, তিনি কিছু জানেন না।

ওই দিন জরুরী বিভাগে দায়িত্বে থাকা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: নাজমুল সাহাদাত তিনি বলেন, রাত আটটার দিকে আমি শিশুটিকে দেখে
এসেছি। শিশুর অবস্থার অবনতি হলে আমরা তার পরিবারকে বলেছি সিলেটে নিয়ে যাওয়ার জন্য। এরপর রাত দুইটার দিকে শিশুটি মারা যায়।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মককর্তা (চ:দা:) ডা: শায়খুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, লিখিত অভিযোগ পেয়েটি। তদন্তপূর্ব ব্যবস্থা
গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com