সুনামগঞ্জের মানুষকে শিক্ষার আন্দোলনে জেগে উঠতে হবে – শেখ রফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার::সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম মঙ্গলবার জগন্নাথপুরে শিক্ষা নিয়ে কর্মব্যস্ত দিন অতিবাহিত করলেন। দিনভর তিনি বিভিন্ন বিদালয় পরির্দশন ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান ও শিক্ষানুরাগীদের সাথে জগন্নাথপুর উপজেলার শিক্ষার মান্নোয়ন নিয়ে মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে শিক্ষার মান্নোনয়ন বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, শিক্ষা ক্ষেত্রে সুনামগঞ্জের পিছিয়ে থাকা আমাকে পীড়া দেয়। তাই সুনামগঞ্জে যোগদানের পর থেকে শিক্ষা নিয়ে কাজ শুরু করি। তিনি বলেন, জগন্নাথপুরসহ সুনামগঞ্জ জেলাকে শিক্ষায় এগিয়ে নিতে সবাই মিলে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসন স্কুলে বিদ্যার্জন,মঞ্চে গান,মাঠে খেলাধূলো,জমিতে ধান এই শ্লোগান নিয়ে কাজ শুরু করেছে। তবে জেলা প্রশাসন শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তিনি বলেন, সুনামগঞ্জের মানুষকে শিক্ষার আন্দোলনে জেগে উঠতে হবে। আমরা চাই সুনামগঞ্জে শিক্ষা নিয়ে হুড়াহুড়ি সৃষ্টি হোক। তিনি শিক্ষকদেরকে লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করতে হবে। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান একটি পবিত্র স্থান। এই পবিত্রস্থানের পবিত্রতাকে রক্ষা করে শিক্ষকদের শিক্ষার্থীদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করতে হবে। শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্ধয়ে শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করার আহ্বান জানান তিনি। উপজেলা প্রশাসনের আয়োজনে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী,জগন্নাথপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুন নূর, ঘোষগাঁও টিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম রিজু, মীরপুর পাবলিক স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি হরমুজ আলী,পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান কামালী,মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, শাহজালাল মহাবিদ্যালয় অধ্যক্ষ এম এ মতিন,জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহ,হলিয়ারপাড়া মাদ্রাসার অধক্ষ মইনুল ইসলাম পারভেজ,জগন্নাথপুর মডেল ্স্কুলের প্রধান শিক্ষক আব্দুল খালেক, চাঁদ বোয়ালিয়া স্কুলের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ,রানীগঞ্জ উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সাংস্কৃতিক কর্মী মানস রায় প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়ান করেন মাওলানা বদরুল ইসলাম। গীতা পাঠ করেন শিক্ষক সুদীপ ভট্রাচার্য্য। জেলা প্রশাসক জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ ৫টি বিদ্যালয় পরির্দশন করেন। এসময় একটি বিদ্যালয়ে খোঁজ নিতে গিয়ে না খেয়ে আসা কয়েকজন শিক্ষার্থীদেরকে নিজের পকেট থেকে টাকা দিয়ে দুপুরের খাবারের ব্যবস্থা করেন।
Leave a Reply