স্টাফ রিপোর্টার.
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, শেখ হাসিনার নের্তৃত্বে দেশে পরিবর্তনের জোয়ার বইছে। দেশ ও জাতীর মঙ্গলের জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে দেশে আমুল পরিবর্তন এসেছে। আমাদের আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় বিকশিত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। কিন্তু পরাজিত শক্তি এখনও দেশের বিরম্নদ্ধে সড়ষন্ত্র করছে। ৭১সালে তারা শ্রীরামসি,রানীগঞ্জসহদেশব্যাপী গনহত্যা করেছিল। ৭৫ সালের ১৫ আগষ্ট ওই চক্র বাঙ্গালী জাতীর সষ্ট্রা জাতীর জনককে স্বপরিবারে হত্যা করে দেশের অগ্রযাত্রাকে রোধ করে দিতে চেয়েছিল। সেই পরাজিত শক্তি এখন তৎপর রয়েছে। তাই সমাজের সকল শ্রেণীপেশার মানুষকে পরাজিত শক্তির বিরম্নদ্ধে সজাগ দৃষ্টি রেখে শেখ হাসিনার নের্তৃত্বে দেশের উন্নয়নের যাত্রাকে এগিয়ে নিতে হবে। রোববার জগন্নাথপুর উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী উপরোক্ত কথা বলেন। সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান কামালীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক ফররম্নখ আহমদের পরিচালনায় আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, শ্রীরামসি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাজের আলী, নয়াবন্দও স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মতিউর রহমান, প্রাথমিক শিক্ষ কর্মকর্তা মোশারফ হোসেন, মাদ্রসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রেজওয়ান আহমদ,প্রাথমিক শিক্ষক সমিতির নেতা সুদ্রিপ ভট্রাচার্য ও ধীরেন্দ্র তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন, সৈয়দপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার বেগম। পরে মন্ত্রী উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করে