স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন বলেছেন, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের বিশেষ নজর দিতে হবে। তিনি বলেন, শিক্ষক ও অভিভাবকরা সুনজর দিলে প্রতিটি শিক্ষার্থী সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। তিনি সন্তানদেরকে জঙ্গিবাদ থেকে রক্ষায় দেশপ্রেমে উদ্বুধ করার আহ্বান জানান। সোমবার জগন্নাথপুর উপজেলা পরিষদের উদ্যোগে গড়গড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও বিলাল আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লামা-টুকেরবাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ইলিয়াস আহমদ। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন লামা-টুকের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, গড়গড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা আক্তার ঝুমু, প্রাক্তন শিক্ষক আব্দুল জলিল, আব্দুল জব্বার প্রমুখ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী সুমন আহমদ।
জগন্নাথপুরে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরন
