স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ দাস (৪৭) আর নেই। সোমবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ব্রেইনস্টোকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তিনি মা, তিন মেয়ে স্ত্রী সহ আত্বীয় স্বজন গুনগাহী রেখে গেছেন। তাঁর স্ত্রী বিউটি সরকার ঘোষগাঁও টিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পারিবারিক সূত্র জানায়, শনিবার ভোররাতে বিশ্বজিৎ দাস হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।ব্রেইন স্টোকে আক্রান্ত হওয়ায় সেখানে তাঁর চিকিৎসা চলে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৯ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার তাঁর মরদেহ জগন্নাথপুরের সিএ মার্কেটে তাঁর ভাড়াবাসায় নিয়ে আসা হলে শুভাকাঙ্ক্ষীরা তাকে শেষ দেখতে ভিড় করেন। পরে গ্রামের বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পুটিয়া রাজাপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। এবং সেখানে শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। বিশ্বজিৎ দাসের মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে আসে। তিনি দীর্ঘদিন আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। জগন্নাথপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে তাঁর সুসম্পর্ক ছিল। তিনি সৎ সঙ্গ জগন্নাথপুর উপজেলা শাখার সহ সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুতে উপজেলার শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।