স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত ও সামাজিকভাবে পরিবারের সুনাম হেয় প্রতিপন্ন করার লক্ষে মিথ্যা হয়রানি মূলক অভিযোগ প্রত্যাহারের দাবিতে লিখিত আবেদন করা হয়েছে।
আজ সোমবার (২৮ অক্টোবর) উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবারে কেশবপুর এলাকাবাসী ও বিদ্যালয়ের অভিভাবকদের যৌথ ৫০২ জনের স্বাক্ষরিত লিখিত আবেদন করা হয়। আবেদনে উল্লেখ করা হয়, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন দীর্ঘ চল্লিশ বছর যাবত কেশবপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। তিনি গ্রামের মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। সামাজিক বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডেও তাঁর ভূমিকা রয়েছে। সাম্প্রতিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে হিন্দু শিক্ষিকার উপস্থিত থাকাকে কেন্দ্র করে এক পক্ষ ওই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার চালায় এবং তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে মিথ্যা অভিযোগ দাখিল করে। যা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ লিখিত আবেদন করেন। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকাবাসী ও অভিভাবকদের পক্ষ থেকে লিখিত আবেদন পেয়েছি।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও নারী কেলেঙ্কারির অভিযোগ এনে স্থানীয় এলাকাবাসীর পক্ষে ২৩৯ জনের স্বাক্ষরিত একটি অভিযোগপত্র উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট দাখিল করা হয়।