স্টাফ রিপোর্টার –
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক প্রস্তুতি সভা সোমবার উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে
উপজেলা নির্বাহি কর্মকর্তা মেহেদী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইফতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধুসূদন ধর,কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম,পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলিছুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী সতীশ গোস্বামী প্রমুখ। সভায় করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে শারদীয় দূর্গাোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের সিদ্ধান্ত হয়। এবার ৪২টি মন্ডপে জগন্নাথপুর উপজেলায় শারদীয় উৎসব উদযাপিত হবে।
Leave a Reply