স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নের্তৃবৃন্দকে নিয়ে এক মতবিনিময় সভা বুধবার উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যাণ আবুল হাসান,কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মজলুল হক, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রফিকুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন,মীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার মফিদুল আলম,আনসার ভিডিপি কর্মকর্তা হারুন রশীদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণব বণিক,প্রকৌশলী সতীশ গোস্বামী,বিজন কুমার দে,মিন্টু রঞ্জন ধর,ক্ষিতিশ দাস,নিলয় রঞ্জন বণিক মিল্টন, দিলীপ দাস তালুকদার,সবোধ দাস তালুকদার, ষজ্ঞেশ্বর সূত্রধর প্রমুখ। সভায় উপজেলার ২৬টি পূজা মন্ডপে এবার শারদীয় দুর্গোৎসব উদযাপন সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।