স্টাফ রিপোর্টার::
মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের ঈদের জামাত জগন্নাথপুরে আজ সোমবার (৩১ মার্চ) শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার প্রায় পাঁচ শতাধিক ঈদগাহ এবং মসজিদে সকাল সাড়ে সাত টা থেকে সকাল ৯টার আট টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
অন্য বছরগুলো মতো এবারও ঈদগাহ ও মসজিদগুলোতে মুসল্লিদের ঢল ছিল।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী (ইউএনও) মো. বরকত উল্লাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম-কে বলেন, ব্যাপক উৎসব উদ্দিপনার মধ্য দিয়ে জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে। তিনি উপজেলার সকল স্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।