1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে শেষে হলো আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম:
ভারত শেখ হাসিনাকে ফেরত না পাঠালে তা প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন: আইন উপদেষ্টা জগন্নাথপুরে আ.লীগ নেতা দুদু গ্রেপ্তার নির্বাচনে অপরাধীরা যেন স্থান না পায়: বদিউল আলম উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে ক্যাপিটল হিলে দাঙ্গায় গ্রেপ্তার ১৫০০ জনকে ক্ষমা করলেন ট্রাম্প ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন আল্লাহর অবাধ্য হওয়ায় ধ্বংস হয়েছিল অতীতের যেসব জাতি নিজের গরু আনতে গিয়ে চোর সন্দেহে হামলার শিকার, তিন গ্রামের সংঘর্ষে আহত ১০ মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ভর্তি স্থগিত ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আলী ইমাম মজুমদার

জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে শেষে হলো আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৪৭২ Time View

স্টাফ রিপোর্টার:;
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন দীর্ঘ আট বছর পর গতকাল বুধবার বিকেলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এ সম্মেলনে পুরোরোনাই নেতৃত্বে স্থান পেয়েছেন। বুধবার সন্ধ্যা সাতটার দিকে জেলা কমিটি গত কমিটির সভাপতি আকমল হোসেনকে সভাপতি ও রেজাউল করিম কমিটিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও সহসভাপতি পদে মিজানুর রশিদ ভূঁইয়া ও যুগ্ম সম্পাদক পদে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান মনোনীত হয়েছেন।
এদিকে দুপুরে উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের পরিচালনায় শুরুতে সন্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি,
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সুনামগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নোমান বখত পলিন। প্রধান বক্তার বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এনামুল কবির ইমন। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেন, আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানিদের শোষণ বঞ্চনা থেকে আমাদের মুক্ত করে একটি স্বাধীন স্বাবভৌমত্ব রাষ্ট্র উপহার দিয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী নেতৃত্বে আমরা স্বাধীন দেশ পেয়েছিলাম আর তাঁর সুযোগ্য তনয়া আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ফকির গরিবের দেশের বদনাম ঘুচিয়ে একটি উন্নত দেশ পেয়েছি। শিক্ষা, যোগাযোগ, খাদ্যেস্বয়ংসম্পূর্ণতা সহ সার্বিক ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা কে এগিয়ে নিতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তিনি বলেন, দেশের টাকা পাচার করে তারেক জিয়া বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের মানুষ কে সজাগ থাকতে হবে। বিএনপি জামাত জোটের শাসনামলে দেশ লুটপাট দুর্নীতির রাজত্ব হয়েছিল মানুষ আর সেই অন্ধকার রাজত্বে যেতে চায় না। বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আহমেদ হোসেন বলেন, বিএনপি ১০ ডিসেম্বর সরকার পতনের হুংকার দেয়।আওয়ামীলীগ এসব হুংকারে ভয় পায় না। বিএনপি ১০ ডিসেম্বর পালানোর পথ পাবে না।
এদিকে বিকেলে দ্বিতীয় অধিবেশন স্থানীয় আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষশেষ হয়নি। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতবৃন্দ কমিটি গঠন নিয়ে বৈঠক বসেন। তবে কমিটির ঘোষনা না করেই তাঁরা জগন্নাথপুর ত্যাগ করেন। সন্ধ্যা সাতটার দিকে জেলা থেকে কমিটি ঘোষনা করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com