আজিজুর রহমান আজিজ:: জগন্নাথপুর লার্নিং হোম একাডেমীর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সি/এ মার্কেটস্থ লানিং হোম একমাডেমীর ভবনে শনিবার সকালে আলোচনাসভায় সভাপতিত্ব করেন লার্নিং হোম একাডেমীর ভাইস প্রেসিডেন্ট আজাদ আলী। অধ্যক্ষ সুজিত কুমার দেব এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, অভিভাবক সদস্য জামাল উদ্দিন বেলাল, আজহারুল হক ভূঁইয়া শিশু,রাজু আহমদ, পরে শিক্ষার্থীদের অংশ গ্রহনে কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগআবৃতি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। কবিতা আবৃত্তিতে প্রথম পুরস্বার পায় লানিং হোম একাডেমীর শিক্ষার্থী তাহসিন আহমদ,দ্বিতীয় পুরস্কার পায় বাদল দাস, তৃতীয় পুরস্কার পায় ইমন দাস। চিত্রাংকন প্রতিযোগীতায় প্রথম পুরস্কার পায় লার্নি হোম একাডেমীর শিক্ষার্থী মেহেরুন আফরোজ আলী শাহ,দ্বিতীয় পুরস্কার পায় সামিয়া হক ভূঁইয়া, তৃতীয় পুরস্কার পায় ফারিয়ান আঞ্জুম নাবিলা। পরে অতিথিরা পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।