স্টাফ রিপোর্টার: জগন্নাথপুরে লন্ডন প্রবাসীর বাড়ির সীমানার দেয়াল প্রতিপক্ষের লোকজন ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ২৩ জুলাই জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার মুক্তিরচক গ্রামের লন্ডন প্রবাসী মোঃ আব্দুর রহিম কামালীর সঙ্গে একই গ্রামের আব্দুল হাকিম কামালী গংদের জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধ চলে আসছিল। ২১ জুলাই প্রতিপক্ষের লোকজন বড় বড় হাতুরি,শাবল,রামদা ও লাঠিসোটা ইত্যাদি অস্ত্র স্বস্ত্র নিয়ে বাড়ির দক্ষিন দিকে পূর্ব পশ্চিম লম্বা বাউন্ডারী দেওয়াল ভাংচুর করিতেছে। আমি মামলার বাদি সৈয়দ মিজানুর রহমান এতে বাধা দিলে আসামি আব্দুল ওদুদ কামালী তার হাতে থাকা রামদা দিয়ে ভয়ভীতি প্রর্দশন করে চুপচাপ থাকতে বলে। এবং আমার গলা থেকে এক ভরি ওজনের স্বর্নের চেইন ছিড়িয়া নিয়ে যায়। এবং মামলা মোকদ্দমা করলে আমাকে খুন করে লাশ গুম করে ফেলিবে বলিয়া হুমকি দেয়। বিবাদীগন আমার ভগ্নিপতির পূর্ব পশ্চিমের লম্বা বাউন্ডারী দেওয়াল ১০০/১৫০ ফুট ভাংচুর করে ৩/৪ লাখ টাকার ক্ষতি সাধন করে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুরসালিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, এঘটনায় অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা হয়েছে। এস.আই সাইফুল আলম মামলা তদন্ত করছেন।
জগন্নাথপুরে লন্ডন প্রবাসীর বাড়ির সীমানা দেয়াল ভাংচুরের অভিযোগ
