স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি নির্দেশনায় না মানায় ১১ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আট হাজার ৪শ’ ৩৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ সোমবার (৫ জুলাই) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ ও সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপ এসব জরিমানা আদায় করেন।
জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে দেশজুড়ে এক সপ্তাহের কঠোর লকডাউন শুরু হয। লকডাউন কার্যকর করতে লকডাউনের পঞ্চম দিনে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে পৌরশহরের জগন্নাথপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক ব্যবহার করা এবং নিষেধাজ্ঞা অমান্য করায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠান কে সাত হাজার একশত টাকা জরিমানা করা হয়। যেসব প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয় সেগুলো হচ্ছে, গীতাশ্রী গার্মেন্টস- দুই হাজার ৫শত টাকা, অঙ্গশ্রী গার্মেন্টস- তিন হাজার টাকা, নিলিমা গার্মেন্টস- এক হাজার, তিশা সু স্টোর- ৫শত টাকা ও কাজল স্টোর ১শত টাকা।
অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপের নেতৃত্বে উপজেলার কলকলিয়া ও সৈয়দপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এসময় স্বাস্থ্যবিধি না মানায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠান কে এক হাজার ৩ শত ৩৫ টাকা জরিমানা করা হয়েছে।
Leave a Reply