Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে রামকৃষ্ণ কথামৃত পাঠচক্রের বর্ষপূর্তি উৎসব পালিত

স্টাফ রিপোর্টার ঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শ্রীশ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠচক্রের ৫ম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে ভক্ত সন্মেলন শিক্ষাবৃত্তি প্রদান চিত্রাঙ্গন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার বিকেলে জগন্নাথপুর পৌর শহরের বাসুদেব মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। শ্রী শ্রীরামকৃষ্ণ জীবন ও বাণী শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী ডাক্তার দিব্য রঞ্জন দে। উৎসব উদযাপন কমিটির সদস্য ধীরেন্দ্র সূত্রধর ও শশী কান্ত গোপ এর পরিচনায় এতে প্রধান অতিথি
হিসেবে বক্তব্য দেন,সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ শ্রীমৎ স্বামী হরিদাসানন্দজী মহারাজ, রামকৃষ্ণ মিশন ও আশ্রমের সভাপতি বিজিত কুমার দে,জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নীরেশ চন্দ্র দাশ,অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক প্রফুল্ল চন্দ্র দাশ, প্রনব গোস্বামী, বীরেন্দ্র সূত্রধর,সতীশ গোস্বামী,সুদীপ ভট্টাচার্য্য,রমেন্দ্র কুমার গোপ,রমেন্দ্র নারায়ণ দাস প্রমুখ পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Exit mobile version