Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে রামকৃষ্ণকথামৃত পাঠচক্রের বর্ষপূর্তি উৎসব পালিত

স্টাফ রিপোর্টার –
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় রামকৃষ্ণ কথামৃত পাঠ চক্রের আয়োজন বাসুদেব মন্দির প্রাঙ্গণে রামকৃষ্ণ কথামৃত পাঠ চক্রের ৬ষ্ট বর্ষপূর্তি উৎসব উপলক্ষে ভক্তি সম্মেলন শিক্ষাবৃত্তি প্রদান বস্ত্র বিতরণ চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রতিযোগিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে বাসুদেব মন্দির প্রাঙ্গণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রনব কুমার গোস্বামী।
ও ধীরেন্দ্র সূত্রধর ও শাশ্বতী রায়ের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশন আশ্রম সিলেটের সম্পাদক সম্পাদক শ্রীমৎ স্বামী হরিদাসানন্দজী মহারাজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশন ও আশ্রমের সভাপতি বিজিত কুমার দে, সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল চন্দ্র দে উত্তরা ব্যাংকের অবসরপ্রাপ্ত জিএম নীরেশ চন্দ্র দাস, আলোচক হিসাবে বক্তব্য রাখেন সিলেট মইনুদ্দিন মহিলা কলেজের অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার বণিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সতীশ গোস্বামী,রমেন্দ্র নারায়ন দাস,স্বাগত বক্তব্য দেন সুদীপ ভট্টাচার্য্য।স্বামীজির বাণী পাঠ করেন শিক্ষক প্রনব দাস প্রমুখ সকালে শ্রী শ্রী মায়ের জীবন ও বাণী বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন সুমিত্রা ভট্টাচার্য। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সারদা সংঘ সিলেটের সম্পাদিকা বিথীকা দত্ত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক সুজাতা দে জগন্নাথ মহিলা গীতা সংঘের সভাপতি গীতা চক্রবর্তী,
পাপিয়া ভৌমিক, সাথী রানী তালুকদার, রুবী রানী দে।পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্পী মৌসুমি রায়ের পরিচালনায় পরিবেশিত হয়। এতে স্হানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

Exit mobile version