স্টাফ রিপোর্টার :; মরমি কবি রাধারমণ দত্তের মৃত্যু শতবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সোমবার বিকেলে জগন্নাথপুর পরির্দশন করে উৎসব উদযাপনের প্রস্তুুতি অবহিত হয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। তিনি উপজেলা সদরের কেশবপুর গ্রামে মরমি কবি রাধারমণ দত্তের সমাধিমন্দির পরির্দশন করেন। পরে জগন্নাথপুর ডিগ্রী কলেজ মাঠে উৎসব উদযাপনের জন্য প্রস্তুতকৃত প্যান্ডেল ঘুরে দেখেন। এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা সহকারী কমিশনার ভূমি বিশ্বজিৎ কুমার পাল, সদ্য জগন্নাথপুর থেকে বদলীকৃত সহকারী কমিশনার ভূমি (মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি) মোহাম্মদ রফিকুল ইসলাম,জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, উৎসব উদযাপন কমিটির সদস্য রাজা মিয়া, আবু সুফিয়ান ঝুনু,মোশারফ হোসেন, রুমেন মিয়া, তোফাজ্জল হক সুমন, আবু হেনা রণি, আতিকুর রহমান প্রমুখ।
Leave a Reply