স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রাজু আহমদ সমর্থনে জগন্নাথপুর পৌরপয়েন্ট সংলগ্ন ওয়ালটন শোরুমের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি এমএ মতিন, সাধারণ সম্পাদক হাজী হারুনুজ্জামান, বিএনপি নেতা জিয়াউর রহিম, মেয়র প্রার্থী রাজু আহমদ প্রমূখ। সভা চলাকালীন সময়ে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সড়কে পথসভা করতে গিয়ে অাচরন বিধি লঙ্গন করা হয় বলে প্রত্যক্ষদশীরা জানিয়েছেন। সভায় মেয়র প্রাথী রাজু আহমদ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান।