স্টাফ রির্পোটার: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মাওনপুর গ্রামে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। আহতদেরকে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতাল ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ওই গ্রামের ছইল মিয়া ও আশিক মিয়ার মধ্যে পূর্ব বিরোধ চলছিল। যার জের ধরে বুধবার সন্ধ্যা ৬টার দিকে এলালিয়াবাজারে দুই পক্ষের লোকজন আগ্নেয়াস্থ ও দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘন্টা সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জন আহত হন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ জমাত আলী (৪০) ও ইমানুর মিয়া (১৭)কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত আব্দুর নুর (৩৫), লিটন মিয়া (১৫), খেলু মিয়া, (২২), রাহেলা বেগম (৫০),আজমল হোসেন (১৮), আজর আলী ((৩৫), ইনু মিয়া (৪৫), মোস্তাফিজুর রহমান (৩২), শিমু মিয়া (২১), অজুদ মিয়া (৩৫), মনসুর আলী (২৮), কামাল মিয়া (৪২), হোসাইন (২০), মুনসুর মিয়া (২২), মাহমুদ আলী (৩০), মুহিবুর রহমান (১৮), রুমেন মিয়া (২৩), আকবর আলী (৩৫), আকলু মিয়া (২৫), আশিক মিয়া (৫০), মানিক মিয়া (৬৫), আঙ্গুর আলী (২৭) কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপরাপর আহতরা প্রাথমিক চিকিৎসা দিয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান রাত ৯টায় ‘জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’ কে জানান, পূব্র্ বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন শান্ত।