স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদিশপুর গ্রামের এক যুবক অপহরনের চারদিন পরও উদ্ধার হয়নি। তবে অপহরনের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, জগদিশপুর গ্রামের মৃত রয়েদ উল্যার ছেলে মখন মিয়া(২৭) কে গত ১৮ নভেম্বর রাতে গ্রামে একটি সালিস বৈঠকে যাওয়ার কথা বলে একই গ্রামের মৃত ছোয়াব আলীর ছেলে মনু মিয়া (৪০) বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। পরিবারের লোকজনের অভিযোগ পূর্ব শত্রুতার জের ধরে মনু মিয়া মখন মিয়াকে অপহরন করেছে। এ অভিযোগে মখন মিয়ার মা কবিরুন বিবি বাদী হয়ে জগন্নাথপুর থানায় অপহরন মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে পুলিশ শুক্রবার দিবাগতরাতে মনু মিয়াকে বাড়ি থেকে আটক করে। তবে অপহৃত মখন মিয়াকে উদ্ধার করতে পারেনি।
জগন্নাথপুর থানার এস.আই আব্দুল কাদির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, অপহরন মামলার প্রেক্ষিতে আমরা ১জনকে গ্রেফতার করেছি। এবং অপহৃত যুবককে উদ্ধারের চেষ্ঠা করছি।
Leave a Reply