স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরের সন্তান যুক্তরাজ্য প্রবাসী লেখক কবি কলামিষ্ট ও গবেষক সায়েক এম রহমান কে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ছয়টায় জগন্নাথপুর প্রেসক্লাব মিলনায়তনে জগন্নাথপুর প্রেসক্লাবের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়। জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) তাজউদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুর পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য প্রবাসী লেখক কবি কলামিষ্ট সায়েক এম রহমান, অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টি জগন্নাথপুর উপজেলা নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক এম এ কাদির,কবি সালাহ উদ্দিন মিটু,প্রবাসী কমিউনিটি নেতা বশির মিয়া, বিএনপি নেতা আবু লেইস,পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমেদ, সাংবাদিক অমিত দেব, আব্দুল হাই, মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল,মাসুম আহমেদ, গোলাম সারোয়ার, আল আমিন প্রমুখ।
সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে সায়েক এম রহমান বলেন, আমি নিজে একজন সংবাদকর্মী। আমি একজন লেখক। আমি আনন্দিত আমার জন্মভূমি জগন্নাথপুর প্রেসক্লাবে আমাকে সন্মান দেয়ায়। আমি ছাত্র জীবন থেকে লেখালেখিতে ছিলাম। জীবন জীবিকার প্রয়োজনে প্রবাসে গিয়ে ব্যবসার পাশাপাশি আবারও লেখালেখিতে সম্পৃক্ত হই। যার প্রেক্ষিতে অবরুদ্ধ বাংলাদেশ ও একটি ভোরের প্রতীক্ষায় নামে দুটি বই লিখছি। এসব বইয়ের মধ্যে দৈনিক আমার দেশ পত্রিকায় ছাপা হওয়া কলাম থেকে অবরুদ্ধ বাংলাদেশ নামে বইটি প্রকাশ করি।এবং আমার দেশ পত্রিকার সাংবাদিক ওলি উল্লাহ নোমানের উৎসাহে একটি ভোরের প্রতীক্ষায় নামে বইটি প্রকাশিত হয়। গত ১৬ বছর বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদী সরকারের জুলুম নির্যাতনের শিকার ছিল। বিশেষ করে লেখক সমাজ মত প্রকাশের স্বাধীনতা থেকে অবরুদ্ধ ছিল। জুলাই আগষ্টের ছাত্র জনতার গণ অভূত্থানের মাধ্যমে মানুষ মুক্ত হয়েছে। আমরা এখন দেশ কে বৈষম্যহীনভাবে গড়তে হবে। এজন্য লেখক, সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রসঙ্গত আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি ভোরের প্রতীক্ষায় ও অবরুদ্ধ বাংলাদেশ নামে তাঁর দুটি বই প্রকাশিত হয়। পরে সংবর্ধিত অতিথি কে প্রেসক্লাবের পক্ষ থেকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।