1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:২২ অপরাহ্ন

জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫
  • ৫৮৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: যথাযোগ্য মর্যাদায় জগন্নাথপর উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও জাতিয় দিবস উদযাপিত হয়েছে। সন্ধ্যায় স্বাধীনতা দিবসের আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালা সমাপ্ত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা শিল্পকলা একাডেমীর অধ্যক্ষ পরিতোষ চক্রবর্তী শিবু, সাংষ্কৃতিক সংগঠক আবু সুফিয়ান ঝুনু,জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব,জগন্নাথপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান প্রমুখ পরে উপজেলা শিল্পকলা একাডেমী, উদীচী শিল্পীগোষ্ঠী,শাহি আকার শিল্পী গোষ্টি,ভয়েসষ্টার ব্যন্ডদলের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক অনন্ত পাল। সকালে ইকড়ছই হারুনুর রশীদ হিরন মিয়া প্রস্তাবিত স্টেডিয়াম মাঠে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শরীর চর্চ্চা প্রর্দশন করে। দুপুরে উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাইয়ুম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির,যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হরমুজ আলী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সভাপতি সাজ্জাদুর রহমান,সাধারণ সম্পাদক শাকুর ওয়াদুদ, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন,আব্দুল হক,রসরাজ বৈদ্য, আব্দুল কালাম আজাদ ও আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ প্রমুখ।
এছাড়াও জগন্নাথপুর আর্ট স্কুলের উদ্যোগে পুস্প স্তবক অর্পন, র‌্যালি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। সকালে আর্ট স্কুল থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে স্থানীয় শহীদ মিনারে পুস্প স্তবক অর্পন করা হয়। পরে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়াম প্রাঙ্গনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে শিশু-কিশোরদের অংশ গ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্টিত হয়। এ সময় আর্ট স্কুলের অধ্যক্ষ প্রনব বনিক, শিক্ষক জুনেদ আহমদ সজল, শুভ্র রায়, শিপা বেগম ও পিংকি বেগম উপস্থিত ছিলেন।উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে র‌্যালী ও দলীয় কার্যালয়ে এক আলোচনাসভা উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম,যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা হরমুজ আলী,অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা বীরেন্দ্র কুমার দে, আব্দুল জব্বার,সুজিত রায়, মুক্তাদীর আহমদ মুক্তা,সিরাজুল ইসলাম, নুরুল করিম,আব্দুল মালিক,সৈয়ধ সাব্বির আহমদ, পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান মুরাদ,সৈয়ধ মনোয়ার আলী,ছদরুল ইসলাম,মনু মোহাম্মদ মতছির, মিজানুর রহমান মাষ্টার,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন লালন এম ফজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন জুয়েল, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত প্রমুখ।এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে বলে আমাদের ইউনিয়ন সংবাদদাতারা জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com