মো: আব্দুল হাই:: জগন্নাথপুর পৌরশহরের হবিবপুরে ম্যাজিষ্ট্রেট সুয়েব আহমদ তালুকদারের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সম্প্রতি পৌর শহরের হবিবপুর আব্দুল তাহিদ সরকারি প্রাথমিক বিদ্যারয়ের শতাধিক শিক্ষার্থীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন যুক্তরাজ্যস্থ বিচারিক আদালতের ম্যাজিষ্ট্রেট ও হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সুয়েব আহমদ তালুকদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট জিয়াউর রহিম শাহিন, হবিবপুর গ্রামের প্রবীণ মুরব্বি হযরত মাওলানা সিরাজুল ইসলাম, মোঃ আব্দুল আজিজ, বজলুর রশিদ চৌধুরী, মোঃ আলকাব আলী, মোঃ মিছকন্দর আলী, বিশিষ্ট শিক্ষানুরাগী নজরুল ইসলাম হিরা, আব্দুল তাহিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাপসী রানী সরকার, সহকারি শিক্ষিকা ছালেহা পারভীন, সহকারি শিক্ষিকা সুমি বেগম, সহকারি শিক্ষিকা সম্পা দেব, সহকারি শিক্ষিকা অলী রানী তালুকদার, সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নোমান আহমদ প্রমুখ। দুপুরে খাদ্য সামগ্রী হাতে পেয়ে কোমলমতি শিশুরা উৎফুল্ল মনে এমন আয়োজন প্রতিদিন হলে ভালো হতো বলে শিক্ষার্থীরা জানিয়েছে। ব্যতিক্রমী আয়োজনের জন্য এলাকাবাসী ম্যাজিষ্ট্রেট সুয়েব আহমদ তালুকদারকে অভিনন্দন জানান।
Leave a Reply