স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ৯ নং ওয়াডের মোহাম্মদপুর সেরা গ্রামের যুবকদের উদ্যোগে নিজ উদ্যোগে স্বেচছাশ্রমে মোহাম্মদপুর সেরা জামে মসজিদের রাস্তা সংষ্কার করা হয়। দীঘদিন ধরে মোহাম্মদপুর সেরা জামে মসজিদের রাস্তাটি ব্যভহার অনুপযোগী হয়ে পড়ায় গ্রামের তরুণরা মিলে মসজিদের রাস্তাটি সংষ্কারের উদ্যোগ নেন। পরে গ্রামবাসীর সহায়তায় ইট এনে নিজেরা মিলে স্বেচ্ছাশ্রমে কাজ করে মসজিদের রাস্তাটি পাকা করেন। গ্রামের তরুণদের এমন উদ্যোগে গ্রামের প্রবীণ ব্যক্তি ও মুসল্লীরা খুশি হয়েছেন। স্বেচ্ছাশ্রমে কাজ করা মোহাম্মদপুর সেরা গ্রামের যুবক জসিম উদ্দিন জানান, মেঘ বৃষ্টির দিনে মসজিদের রাস্তায় প্রায়ই কাদা জমে রাস্তাটি ব্যবহার অনুপযোগী হয়ে যায়। ফলে মসল্লীদের মসজিদে আসতে কষ্ট হতো্র। এ অনুভূতি থেকে আমরা নিজ উদ্যোগে মসজিদের এই রাস্তাটি পাকা করি। পাটলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, এলাকার যুবকদের মহতি উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।