স্টাফ রিপোর্টার:: প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে সাম্প্রতিককালে মোটর সাইকেল চুরি বৃদ্ধি পেয়েছে মারাত্বকভাবে। মোটর সাইকেল চোর চক্রের সক্রিয়তায় মোটর সাইকেল আরোহীরা দুশ্চিন্তায় আছেন। জগন্নাথপুর পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন বাড়ি জগন্নাথপুর এলাকার আলী মঞ্জিলের বাড়ি থেকে সোমবার দিবাগতরাতে একটি মোটর সাইকেল চুরির ঘটনা এলাকাবাসী আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন। চোরেরা বাড়ির প্রধান ফটকের উপর দিয়ে প্রবেশ করে বারান্দার গ্রীল কেটে বারান্দায় থাকা কালো রঙের একটি ডিসকোভারী মোটর সাইকেল নিয়ে যায়। বাড়ির গৃহকর্তা ছিদ্দেক আলী জানান, বাড়ির সিসি ক্যামেরায় ধারনকৃত ফুটেজ থেকে দেখা যায় লুঙ্গি ও প্যান্ট পরিহিত অবস্থায় চোরেরা প্রথমে বাড়ির প্রধান ফটকের বাহিরে ঘুরা ফেরা করে। পরে বাড়ির ভেতরে প্রবেশ করে গ্রীল কাটার যন্ত্র দিয়ে বারান্দার গ্রীল কেটে ঢুকে এবং সিসি ক্যামেরা ও বারান্দার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। চোরেরা বারান্দায় থাকা তার ভাই আজাদ আলীর ব্যবহৃত কালো রঙের ডিসকোভারী মোটর সাইকেলটি নিয়ে বাড়ির পূর্ব পাশের ছোট গেইটের তালা ভেঙ্গে পালিয়ে যায়। ছিদ্দেক আলী আরো জানান, সিসি ক্যামেরা সচল থাকা অবস্থায় চোরদের প্রবেশ ও গ্রীল কাটা পর্যন্ত ধারনকৃত ফুটেজে চোরদের সনাক্ত করনের চেষ্টা অব্যাহত রয়েছে। উল্লেখ্য সাম্প্রতিককালে জগন্নাথপুরে মোটরসাইকেল চুরির সংখ্যা বৃদ্ধি পেয়েছে মারাত্বকভাবে। এলাকাবাসীর ধারণা একটি মোটর সাইকেল চোর সিন্ডিকেট জগন্নাথপুরে সক্রিয় রযেছে। কঠোর নিরাপত্তা ব্যষ্টনী থেকে আজাদ আলীর মোটর সাইকেল চুরি যাওয়ায় লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন। অভিযোগ রয়েছে এসব মোটর সাইকেল চোর সিন্ডিকেট চক্রকে সনাক্ত করতে পুলিশ বিশেষ কোন ভূমিকা না রাখায় দিনে দিনে মোটর সাইকেল চুরি বৃদ্ধি পাচ্ছে।