স্টাফ রিপোর্টার:: প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌর নির্বাচনে উৎসবমূখর পরিবেশে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার রির্টানিং অফিসারের কার্য্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। পৌর মেয়র পদে ৩ জন প্রার্থী, সাধারন কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষতি মহিলা পদে ১০ জন পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
পৌর মেয়র আওয়ামীলীগের দলীয় প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফ, বিএনপির প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী রাজু আহমদ ও স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা শাহ নুরুল করিম মনোনয়ন পত্র দাখিল করেছেন। সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত মেয়র, কাউন্সিলর ও সংরিক্ষত মহিলা কাউন্সিলর প্রার্থীরা উৎসবমূখর পরিবেশে মনোনয়নপত্র রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছে দাখিল করেন। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোওয়ার উপস্থিত ছিলেন।
সাধারন কাউন্সিলর পদে যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন, ১নং ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর খলিলুর রহমান, আব্দুল ওয়াহাব, ও শাহিনুর রহমান, ২ নং ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর মামুন আহমদ, নিজামুল করিম, ৩নং ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর তাজিবুল ইসলাম, আফরোজ আলী, লিটন মিয়া, লেবু মিয়া, ৪নং ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর সোহেল আমীন, দেলোয়ার হোসাইন, কামাল হোসেন, রশিদ আহমদ ও হেলাল আহমদ, ৫নং ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর শফিকুল হক ও আবদুল কাইয়ুম, ৬নং ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, এড:আমিরুল হক এনাম, আবু ছুফিয়ান ঝুনু ও গোবিন্দ দেব, ৭নং ওয়ার্ডে জাকির হোসেন, সোহেল আহমদ ও খলিলুর রহমান, ৮নং ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর আবাব মিয়া, সাফরোজ ইসলাম, আকমল হোসেন ও শামীম আহমদ, ৯নং ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর মঈন উদ্দিন, ছমির উদ্দিন, আনহার মিয়া, দিপক গোপ, হাফিজুর রহমান, নুরুল ইসলাম, আবুল বাহার চৌধুরী, ও রুপন মিয়া। মহিলা সংরক্ষিত পদে যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন,১,২,৩ নং ওয়ার্ডে আয়ারুন নেছা, ছুফিয়া খানম সাথী, ৪, ৫,৬ নং ওয়ার্ডে বাহারজান বিবি, সাবেক কাউন্সিলর ফারজানা আক্তার, মিনা রানী পাল, মোছা: রাবেয়া বেগম, ডলি বেগম, ৭,৮,৯ নং ওয়ার্ডে সুর্বনা শর্মা, খালেদা বেগম ও নার্গিস ইয়াসমিন। প্রথমবারের মতো আয়োজিত পৌর নির্বাচনের মনোনয়নপত্র দাখিলে নির্বাচনী বিধি নিষেধের কারণে মিছিল মিটিং না থাকলেও প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে রির্টানিং অফিসারের কার্যালয় চত্বরে যান। সকাল থেকে কাউন্সিলর প্রার্থীরা মনোনয়ণপত্র দাখিল করলেও দুপুর পৌনে ১ টায় বিএনপি প্রার্থী সাবেক উপজেলা ছাত্রদল নেতা রাজু আহমদ প্রথমে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার, পৌর বিএনপি সভাপতি এ ম এ মতিন, বিএনপি নেতা হারুন মিয়া উপস্থিত ছিলেন। দুপুর ১টায় যুক্তরাজ্য প্রবাসী স্বতন্ত্র প্রার্থী নুরুল করিম তাঁর ৫ সমর্থকদের নিয়ে মনোনয়ণপত্র দাখিল করেন। বিকেলে পৌনে ৫টায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফ মনোনয়ণপত্র দাখিল করেন।