স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র বৈধ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রির্টানিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির। শনিবার প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই করার প্রথম দিনে মেয়র ও নারী কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাইকালে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, বিএনপি মনোনীত প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী রাজু আহমদ ও স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব শাহ নুরুল করিম এর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়। একই সাথে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২, ৩ নং ওয়ার্ডের বর্তমান নারী কাউন্সিলর আয়ারুন্নেছা ও সুফিয়া খানম, ৪, ৫, ৬ নং ওয়ার্ডের বর্তমান নারী কাউন্সিলর মোছাঃ বাহারজান বিবি, সাবেক নারী কাউন্সিলর মিনা রাণী পাল, ফারজানা বেগম, ডলি বেগম ও রাবিয়া বেগম, ৭, ৮, ৯ নং ওয়ার্ডের বর্তমান নারী কাউন্সিলর সুবর্ণা রাণী শর্মা, খালেদা বেগম ও নার্গিস ইয়াসমিনসহ ১০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোয়ার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন,প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে মেয়র পদে ৩ ও নারী কাউন্সিলর পদে ১০ প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,আজ ৩৪ জন কাউন্সিলর প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাছাই বাছাই হবে। আগামী ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ ও ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply