স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্র জানায়, স্থানীয় প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ’র নেতৃত্বে পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দ্রব্য মূল্যের তালিকা না দেখাতে পারায় একটি ঔষধের দোকান কে ৩ হাজার টাকা ও ভূমিমালের দুই দোকানিকে দুই হাজার করে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে॥
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও বরকত উল্লাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন ব্যবসা প্রতিষ্ঠান কে মোট সাত হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এধরনের অভিযান অব্যাহত থাকবে থাকবে তিনি জানান।