Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মূল্যতালিকা না থাকায় ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে মূল্যতালিকা না থাকায় তিন ব্যবসায়ী তে অর্থদণ্ড করা হয়েছে।
রোববার ( ২ মার্চ)  বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়া এ অর্থদণ্ড প্রদান করেন।
জানা যায়, পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় জিনিসের কৃত্রিম সংকট সৃষ্টি করে ক্রেতাদের নিকট থেকে অতিরিক্ত দাম হাকিয়ে নিচ্ছেন।
এদিকে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে থেকে বুধবার জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়ার নেতৃত্বে জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানকালে মূল্যতালিকা দোকানে না থাকায় তিন পোল্ট্রি ব্যবসায়ী কে ১ হাজার টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অতিরিক্ত দামে লেবু বিক্রি করায় ব্যবসায়ীদের সর্তক করা হয়েছে।অন্যতায় প্রমান সাক্ষেপে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে॥
বিষয়টির সততা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়া বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Exit mobile version