Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের মিরপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের পড়শি সমাজ কল্যান সংস্থা কর্তৃক আয়োজিত রেজাউল করিম আনছার স্বরণে ২য় চান মিয়া গোল্ডকাপ জুনিয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার  বিতরণ সম্পন্ন হয়েছে।

গতকাল মঙ্গলবার মিরপুরের হাছন ফাতেমাপুর গ্রামে তিন দিনব্যাপি জমজমাট এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাজু-মারুয়ান জুটিকে হারিয়ে শফু-রায়হান জুটি চ্যাম্পিয়ন হয়েছে।

পরে গ্রামের বিশিষ্ট মুরুব্বী আলাউদ্দিন মাষ্টারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ৩নং মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন। বিশেষ অতিথির বক্তব্য দেন ৪নং ওয়ার্ডের মেম্বার মাওলানা খালেদ আহমদ।

এসময় অন্যদের  মধ্যে উপস্থিত ছিলেন এ আর চৌধুরী একাডেমির পরিচালক সিরাজুল ইসলাম, ক্রীড়া সংগঠক ধন মিয়া, কছরু মিয়া, আটঘর ক্রীড়া ও উন্নয়ন সংস্থার সভাপতি লিতু খান, সাধারণ সম্পাদক সুলতান মিয়া, সমাজ কর্মী আফজল খান, কেউনবাড়ী বাজার ব্যাডমিন্টন একাডেমী সভাপতি জয়নাল আবদীন, সাধারণ সম্পাদক সম্পাদক লুকু খান, কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় রাশেদ, মিজান, ব্যবসায়ী আহমদ, টুর্নামেন্টের আয়োজকদের মধ্যে লাভন আহমেদ, রুবেল আহমেদ, রাসেল আহমদ, সালমান আহমেদ প্রমুখ।

Exit mobile version