Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মিফতাহ গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট: শিরোপা জিতল ব্রিটিশ দল

স্টাফ রিপোর্টার::
প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের হবিবপুর এলাকায় দেশী-বিদেশী তারকা খেলোয়ারদের অংশ গ্রহণে ‘মিফতাহ গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট গত শনিবার রাত ১১টার দিকে সম্পন্ন হয়েছে।
এতে চ্যাম্পিয়ান দল হিসেবে শিরোপা জিততে সক্ষম হন বৃটেন থেকে আগত দল ব্রিটিশ বংশদ্ভুত মার্ক জশ ও নেইথান জুটি। রার্নাস আপ দল হিসেবে সিলেটের বর্তমান বাংলাদেশ ন্যাশনাল চ্যাস্পিয়ান কাওসার ও সালমান জুটিতে ০২-০১ সেটে হারিয়ে তারা চ্যাস্পিয়ান ট্রফি বিজয়ী হয়। খেলায় ৩য় স্থান অর্জন করে লন্ডণপ্রবাসী জগন্নাথপুরের সন্তান সুহান খান ও সিলেটের দোয়েল আহমদ ও ৪র্থ স্থান অর্জন করেন জাতীয় দলের মিনহাজ ও শুভ জুটি।
খেলাশেষে এলাকার বজলুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও এডভোকেট জিয়াউর রহিম শাহীনের পরিচালায় পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী আবু হোরায়রা ছাদ মাষ্টার, রেজাউল করিম রিজু, রেজাউল করিম রিজু, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব কুমার দাস, এসআই হাবিবুর রহমান,জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর লুৎফুর রহমান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন, যুক্তরাজ্য প্রবাসী সুরুক আহমদ, আক্তার হোসেন, লুৎফুর রহমান, নজমুল ইসলাম লিজু, ছুফি মিয়া, শাহজাহান চৌধুরী, সুমন চৌধুরী, হাসান আহমদ, নুর আলী, সুলেমান, আবু কাহের, তায়েফ আহমদসহ এলাকার গনমান্য ব্যক্তিবর্গ ও এলাকার যুবসমাজ।
পরে অতিথিবৃন্দ বিজয়ী দলের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে দুইটি স্বর্ণের তৈরী শাটাল কর্ক, দুইটি গোল্ডকাপ ও ৪০হাজার টাকার চেক তুলে দেন। এছাড়াও রার্নাস আপ দলের মধ্যে দুইটি রৌপ্যের তৈরী শাটাল কর্কের সাথে দুইটি গোল্ডকাপ ও ২০ হাজার টাকা চেক প্রদান, তৃতীয় স্থান অধিকারী দলের মধ্যে রৌপ্যের তৈরী দুইটা শাটাল কর্ক ১০ হাজার টাকার চেক প্রদান ও চতুর্থ স্থান অধিকারী দলের মধ্যে দুইটি ট্রফি ও ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। টুর্নামেন্টে ইয়াং প্লেয়ার হিসেবে ক্রেষ্ট দেওয়া হয়েছে বর্তমান বাংলাদেশ জুনিয়র জাতীয় চ্যাম্পিয়ান চট্রগ্রামের সিবগাতুল্লাহকে। এবং অনুর্ধ্ব ৪০ পর্বের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছেন বাংলাদেশ ব্যাডমিন্টনের সাবেক জাতীয় দলের খেলেয়ার শাটলার রমজান ও বড় মুখতার জুটি।
রার্নান আপ হয়েছেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক কৃতি শাটলার লিয়াকত হোসেন ও কোচ ব্যাডমিন্টন একাডেমীর কোচ মামুন আহমদ জুটি।
স্থানীয়রা জানান, হবিবপুর এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী মিফতাহ আহমদের উদ্যোগে ও যুক্তরাজ্য প্রবাসী সুমন চৌধুরী, হাসান আহমদ, নুর আলী, সুলেমান, আবু কাহের, তায়েফ আহমদের সার্বিক সহযোগিতায় গত শুক্রবার থেকে স্থানীয় হবিবপুর এলাকার মাঠে দেশী বিদেশী খেলোয়ারদের অংশ গ্রহনে মিফতাহ ব্যাডমিণ্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে বৃটিশ বংশদ্ভূত দুইটি দল ও প্রবাস বাংলাদেশী তিনটি দল, চট্রগ্রামের তিনটি দল, ঢাকার দুইটি দল ও সিনিয়র পর্যায়ে অনুর্ধ্ব ৪০+সহ মোট ২০টি দল অংশ নেয়। দীর্ঘদিন পর জঁমকালো আয়োজনে অনুষ্ঠিত ব্যাডমিন্টন খেলা দেখতে প্রায় ৫ হাজারো বেশি দর্শকদের উপস্থিতিতে আনন্দ হইহুল্লায় উৎসবমুখর হয়ে উঠে এলাকায়।
প্রতিযোগিতায় চ্যাস্পিয়ান দলের বিট্রিশ বংশদ্ভত নেইনাথ বলেন, বাংলাদেশের মানুষ বন্ধুত্বসুভল। বৃটেন বাংলাদেশের মধ্যে এ সর্স্পক আরো নির্ভির হবে। সত্যেই আমরা অভিভুত। চ্যাস্পিয়ান হতে পেরে আরো বেশি খুশি লাগছে।
টুর্নানেন্টের মুল উদ্যোক্তা হবিবপুর এলাবার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী মিফতাহ আহমদ বলেন, প্রবাসে বসবাস করলেও নাড়ির টানে আমরা দেশে ফিরে আসি বার বার। বৃটেন বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ন সর্ম্পক রয়েছে তা আরো দৃড় করবে এ টুর্নামেন্ট এই প্রত্যাশা করছি।
জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ বলেন, দীর্ঘদিন পর দেশ-বিদেশের তারকা খেলোয়ারদের নিয়ে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টটি সত্যিই উপভোগ করা মতো। শান্তিপূর্ন পরিবেশে আনন্দ হাসিমুখেতে কয়েক হাজার দর্শক খেলা উপভোগ করেছেন। আমরা আশা করবো এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে আমাদের দেশের যুবসমাজ মাদকমুক্ত হয়ে উঠবে।

Exit mobile version