স্পোর্টস রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ভুরাখালি গ্রামবাসীর উদ্যোগে মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় নাদামপুর ফুটবল একাদশ ও দিরাই উপজেলার টংগর ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় এক শুন্য টংগর ফুটবল একাদশকে গোলে হারিয়ে জগন্নাথপুর উপজেলার নাদামপুর একাদশ বিজয়ী হয়। পরে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। ভুরাখালি গ্রামের বীরমুক্তিযোদ্ধা আছলম উল্যার সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আবুল কয়েছ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিকদার মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সচিব আবুল হাসনাত, জেলা পরিষদ সদস্য আব্দুস জহুর, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক লিটন আহমদ প্রমুখ।
Leave a Reply