Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মিনিনাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার::

জগন্নাথপুর পৌর শহরের উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিলোনার মাঠে এলাকার তরুণ ও যুব সমাজের উদ্যাগে মিনিনাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রোববার রাতে অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু  আনুষ্ঠানিকভাবে খেলা উদ্বোধন করে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

ছাত্রলীগ নেতা মিছবাহ আহমেদের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা শ্রমিক লীগ আহ্বায়ক নুরুল হক, জগন্নাথপুর টুয়েন্টিফোর সম্পাদক প্রথম আলো প্রতিনিধি অমিত দেব, আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল,বশির মিয়া,মনহর আলী যুবনেতা হাবিল মিয়া,জিতু মিয়া,সফিক মিয়া,আব্দুল কাদির, আলী নুর নছিব মিয়া,জুনেদ মিয়া,খেলা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের মধ্যে ছিলেন দুলন,রুমেন রাজু,আয়না,সুবির,মিছবা,সুমন ছালেকজামিল সাগর দিদার,বিজয় সুহেলহাবিব রায়হাত রকিব প্রমুখ খেলায় ৫৮টি দল অংশ গ্রহণ করে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বলেন, খেলাধূলা সুস্থ সমাজ গঠনের অন্যতম অনুসঙ্গ।তাই যুব সমাজ যত বেশি খেলাধূলায় মনোনিবেশ করবে সমাজ তত উপকৃত হবে। তিনি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর সঙ্গে কথা বলে উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ঐতিহাসিক  তিলোনা মাঠ খেলার উপযোগী করে গড়ে তুলতে কাজ করবেন বলে আশ্বাস দেন। তিনি উন্নয়নের অগ্রযাতা অব্যাহত রাখতে বর্তমান সরকারের পাশে থাকার আহ্বান জানান। এসময় এলাকার মুরব্বিয়ান,যুবক ও বিভিন্ন ফুটবল টিমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version