Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মিথ্যা লুটপাটের নাটক সাজাতে গিয়ে পুলিশের জালে আটক এক প্রতারক

আজহারুল হক ভূঁইয়া শিশু/আজিজুর রহমান:: মিথ্যা প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করতে গিয়ে পুলিশের জালে আটক হয়েছে এক প্রতারক। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামে। জানা গেছে, ওই গ্রামের হাফিজ আব্দুল কাশেম এক যুক্তরাজ্য প্রবাসীর কাছ থেকে জায়গা ক্রয় করার জন্য ছয় লাখ টাকা আনেন। পরে ওই জায়গা ক্রয় না করে উক্ত টাকা আত্মসাতের পায়তারা শুরু করেন। উক্ত লন্ডনীর টাকা আত্মসাৎ করতে হাফিজ আব্দুল কাশেম নাটক সাজিয়ে তার বাড়িতে মুখোশধারীরর হামলায় নগদ টাকাসহ আট লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে প্রচার চালিয়ে সিলেটের একটি পত্রিকায় পরিকল্পিতভাবে সংবাদ ছাপায়। খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্তে নামলে প্রতারককারীর কথাবার্তায় অসংলগ্ন আচরণ ধরা পড়ে। বুধবার রাতে পুলিশের জেরার মুখে প্রতারক প্রতারণার কথা স্বীকার করলে পুলিশ তাকে আটক করে। জগন্নাথপুর থানার এস.আই মুজিুবুর রহমান জানান, প্রতারক আবুল কাশেম যুক্তরাজ্য প্রবাসীর টাকা আত্মসাৎ করতে তার বাড়িতে মুখোশধারীর হামলা ও লুটপাটের নাটক সাজিয়েছে। পুলিশের জেরারমুখে পরে সে প্রতারনার কথা স্বীকার করে। তিনি জানান,এ প্রতারনার সাথে জড়িত কিংবা তাকে যারা মিথ্যা প্রচারকাজে সহযোগীতাকে করছে তাদেরকেও পুলিশ আটকের চেষ্ঠা করছে। এঘটনায় প্রতারনার মামলা হয়েছে।

Exit mobile version