স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের আক্তার হোসেন, জুনাব আলী, আঙ্গুর মিয়া, মিলিক মিয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে খাশিলা গ্রামবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খাশিলা গ্রামের বিশিষ্ট মুরুব্বি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সমাজকর্মী হেলাল মিয়ার পরিচালনায় এতে বক্তব্য দেন, হামিদ আলী, পৌরস মিয়া, আনোয়ার আলী, ফয়জুল মিয়া, ফিরোজ আলী, আম্বর মিয়া, মিন্টু দাশ, ধন মিয়া, ইজ্জাদ মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, খাশিলা গ্রামে দুপক্ষেরর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে। তাদের মধ্যে আদালতে মামলা মোকাদ্দমাও চলমান রয়েছে।
এরই জেরে আক্তার হোসেন, জুনাব আলী, আঙ্গুর মিয়া ও মিলিক মিয়ার বিরুদ্ধে একটি খামারে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ এনে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। বক্তারা এ মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তে আইনি সহযোগি চান।