স্টাফ রিপোর্টার আওয়ামীলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ বলেছেন, নৌকা হচ্ছে এদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রতীক। তাই নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করে দেশের উন্নয়ন অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করে দেশে একটি উৎসবমুখর নির্বাচনী পরিবেশ সৃষ্টি করেছে। জনগন স্বঃতস্ফুতভাবে এনির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করে দেশের উন্নয়নের ধারাকে এগিয়ে নিবে। তিনি আসন্ন পৌর নির্বাচনে সকল ভেদাভেদ ভূলে দলের সর্বস্তরের নেতাকর্মীদের স্বাধীনতা ও ঐক্যের প্রতীক নৌকা প্রতীকের সমর্থনে ঐক্যবদ্ধভাবে কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি সোমবার দুপুরে জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আব্দুল মনাফের নির্বাচনী প্রচারকাজের উদ্বোধনকরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি শফিকুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুক্তাদীর আহমদ মুক্তার পরিচালনায় এতে বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফ,মনোনয়ন বঞ্চিত আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান প্রমুখ। পথসভা শেষে আওয়ামীলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ,যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান, আব্দুল হান্নান চৌধুরী সুফি মিয়া, হারুন রশীদ,সাবেক চেয়ারম্যান আব্দুল হাশিম, শহিদুল ইসলাম বকুল, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র মিন্টু রঞ্জন ধর, উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমানমুজিবসহআওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ নের্তৃবৃন্দ মেয়র প্রার্থী আব্দুল মনাফকে নিয়ে জগন্নাথপুর বাজারসহ পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে নৌকা প্রতীকের সমর্থনে প্রচারপত্র বিলি করেন। এর আগে আওয়ামীলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজকে মোটর সাইকেল শোডাউনের মাধ্যমে দলীয় নেতাকর্মীরা জগন্নাথপুর পৌরপয়েন্টে নিয়ে এসে নৌকা নৌকা ধ্বনীতে মুখরিত করে তুলেন। উল্লেখ্য আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল মনাফের নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারকাজে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজসহ নের্তৃবৃন্দ উপস্থিত থাকলেও দেখা যায়নি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদ রেজাউল করিম রিজুর অনুসারী নেতাকর্মীদের। এ প্রসঙ্গে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বলেন, আওয়ামীলীগের সভাপতি ঢাকায় আছেন আর আমাকে জরুরী কাজে সিলেটে যেতে হচ্ছে। তাই থাকতে পারিনি। দলীয় অফিসে সভা করে আমরা নৌকার পক্ষে আনুষ্ঠানিক প্রচারনায় নামব।
Leave a Reply