স্টাফ রির্পোটার :: সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা (অবঃ) আলহাজ্ব মকবুল হোসেন বলেছেন, শিশুদের শিক্ষার উন্নয়নে মায়ের বিকল্প নেই। মায়েরা শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুললেই স্বাধীনতার সুফল আসবে। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শাদিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রবাসি হাজী শফিকুল আলমের অর্থায়নে আয়োজিত মা সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবদুল মালিকের সভাপেিত্ব ও শিক্ষক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ইউআর সি কর্মকর্তা হারুনুর রশীদ, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আমিনুল হক, জগন্নাথপুর প্রেসক্লাব’র সহ-সভাপতি তাজউদ্দিন আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কালা মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন সাজেদা বেগম, আব্দুল হান্নান রুবী বেগম প্রমুখ।
Leave a Reply