স্টাফ রিপোর্টার::
পবিত্র মাহে রামাদ্বান মাসের পবিত্রতা রক্ষার দাবিতে এবং রমজান কে স্বাগত জানিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে আঞ্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
মিছিলটি শহরের শুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের সভাপতি নিজাম উদ্দিন জালালীর সভাপতিত্বে স্থানীয় পৌর পয়েন্টে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ইকড়ইছ সিনিয়র হাফিজিয়া আলিয়া মাদসারা সাবেক অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সাইফুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম আলফাজ, আজমল হোসেন জামী, ব্যবসায়ী ইকবাল হোসেন ভূঁইয়া প্রমুখ।
বক্তারা বলেন, দিনের বেলা পানাহার চলবে না, হোসেন রেস্তরাঁর বন্ধ রাখতে হবে। অশ্লীলতা, বেহায়াপনা ও গান বাজনাসহ পবিত্র রামাদ্বানের পবিত্রতার বজায় রাখার জন্য সবার প্রতি আহ্ববান জানান বক্তারা।