স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর পশ্চিম উপজেলা তালামীয়ে ইসলামীয়ার উদ্যোগে মাহে রামাদ্বান মাসকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা সদর জামে মসজিদ প্রাঙ্গন থেকে প্রথমে মিছিলটি বের হয়ে পৌরশহরের গুরুত্বর্পূণ সকড় প্রদক্ষিন শেষে স্থানীয় পৌর পয়েন্টে সংগঠনের সভাপতি হাফিজ তারিছ আলীর সভাপতিত্বে ও হাফিজ সাইদুল ইসলাম এবং শাহিনুর রহমান ভূঁইয়ার যৌথ পরিচালনায় পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আল-ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা আবু আইয়ুব আনসারী, সাধারন সম্পাদক মাওলানা নুর আহমদ, পৌর শাখার আল ইসলাহ’র সাধারন সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, আল-ইসলাম নেতা মাওলানা হোসাইন আহমদ, হাফিজ নুরুজ্জামান, জেলা তালামীয়ে নেতা আলিম আহমদ মোহাম্মদ ইউসুফ, আব্দুল গনি সুহাগ, ছালিক আহমদ, উপজেলা তালামীয়ে নেতা হাফিজ সৈয়দ জাবের হোসাইন, ক্বারী ফারুক আহমদ, মতিউর রহমান, বরহান উদ্দিন রাসেল, নাজিমুল ইসলাম, ইউনুস আলী, ইমরান আহমদ প্রমুখ।
সভায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা, দিনের বেলা পানাহার বন্ধসহ মাহে রামাদ্বানের পবিত্রতা সবাইকে বজায় রাখার আহবান জানান বক্তারা।