স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর-শিবগঞ্জ সড়কের পৌর শহরের হবিবনগর শিল্পনগরী এলাকায় শুক্রবার রাত সাড়ে ১০টায় ইটের কংক্রিট ভর্তি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের নীচে নদীর চড়ে উল্টে যায়। ট্রাকের ড্রাইভিংয়ে থাকা হেলপার ফারুক আহমদ (৪০) আহত হয়।
জানাযায়, সিলেট থেকে কংক্রিট ভর্তি ট্রাক জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামে যাওয়ার সময় জগন্নাথপুর পৌর শহরের ঘোষগাঁও ব্রীজ সংলগ্ন শিল্পনগরী এলাকায় পৌছার পর ট্রাক চালক ট্রাকটি থামিয়ে হেলপারকে গাড়িতে রেখে সড়কের অবস্থা দেখতে যান। দুর্ঘটনা কবলিত স্থানটি নদী ভাঙ্গনের ফলে ঝুকিপূর্ন হওয়ায় ট্রাক চালক আশ-পাশের লোকজনদের সাথে পরামর্শ করছিলেন। এফাকে ট্রাকের হেলপার ফারুক আহমদ ট্রাকটি চালিয়ে সড়কের নদী ভাঙ্গন এলাকায় পৌছা মাত্র ট্রাকটি উল্টে গিয়ে দুর্ঘটনায় কবলিত হয়। খবর পেয়ে ওসি তদন্ত খান মো: মাইনুল জাকিরের নেতৃত্বে একদল পুলিশ ও জগন্নাথপুর ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তার নেতৃত্বে ফায়ার সার্ভিস সদস্যরা দুর্ঘটনাস্থলে ছুটে যান। সফর উল্ল্যা অটো রাইছমিলের মালিক ছালিক মিয়া জানান, নদী ভাঙ্গনের কারনে সড়কটি দুর্বল হয়ে পড়ায় প্রতিদিনি যানবাহন দুর্ঘটনায় কবলিত হয়। ব্যবসায়ীদের উদ্যোগে সড়কটি ভাঙ্গন এলাকা প্রায় মেরামত হলেও সরকারিভাবে কোন ব্যবস্থা নেয়া হচ্ছেনা।
Leave a Reply