জগনন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী-ইসমাইলচক স্পোর্টস একামেডীর আয়োজনে ‘মামুন দ্বৈত ব্যাটমিন্টন টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার রাতে ইসমাইলচক গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসি আনিছ উল্লার বাড়িতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে সাইফুল ইসলাম-তুষার হোসেন জুটি কে হারিয়ে রাকিব হোসেন/-শাহিদ জুটি চ্যাম্পিয়ান হয়। পরে স্থানীয় ইউপি সদস্য সুলতান আহমদ পুরস্কার বিতরণ করেন। এতে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত,ইসমাইলচক গ্রামের ইতালি প্রবাসি সমাজসেবক মামুন আহমদের অর্থায়নে গত বুধবার টুর্নামেন্টের আয়োজন করা হয়।। টুর্নামেন্টে মোট ৩২ দল অংশ দেয়।
Leave a Reply